অর্থ ব্যবস্থাপনা কমিটি পুনর্মিলনী অনুষ্ঠানের সামগ্রিক অর্থ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকবে। অর্থ ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ পুনর্মিলনী অনুষ্ঠানের সমস্ত আয় ও ব্যয়ের হিসাব রাখবে। ক্রয় কমিটির প্রধান ও আয়োজক কমিটির প্রধানের অনুমোদন সাপেক্ষে অর্থ কমিটি বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তিকে নির্দিষ্ট চালান বা বিলের বিপরীতে চেকের মাধ্যমে টাকা প্রদান করবে এবং একইসাথে টাকা গ্রহণকারীর প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে প্রাপ্তি স্বীকার পত্র সংগ্রহ করবে। পুনর্মিলনী অনুষ্ঠানের শেষে একটি পুর্নাঙ্গ আয় ও ব্যয়ের হিসাব সকল কমিটির সদস্যদের সামনে উপস্থাপন করবে এবং সকল অংশগ্রহণকারীদেরকে চুড়ান্ত পুর্নাঙ্গ হিসাব জানিয়ে দেয়া হবে। প্রয়োজনে সকলের মতমতের ভিত্তিতে আয় ও ব্যয়ের সারাংশ পুনর্মিলনী অনুষ্ঠানে ওয়েব সাইটে অথবা গ্রুপে তুলে ধরা হবে।